ঝিনাইদহের হরিণাকুণ্ড থেকে জব্দ করা চাল ঈদের আগে দরিদ্রদের মাঝে বিতরণের কথা ছিল বলে জানায় প্রশাসন।
Published : 01 May 2023, 09:01 PM
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার একটি ইউনিয়ন পরিষদের গুদাম থেকে ভিজিএফের ৩৮ বস্তা চাল জব্দ করার পর গুদামটি বন্ধ করে দিয়েছে প্রশাসন।
রোববার সন্ধ্যায় তাহেরহুদা ইউনিয়ন পরিষদের গুদামটি সিলগালা করা হয় বলে জানিয়েছেন হরিণাকুণ্ডু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুর রহমান।
তিনি জানান, ঈদুল ফিতর উপলক্ষ্যে তাহেরহুদা ইউনিয়নে তিন হাজার ৬১০ জন দুঃস্থ মানুষের জন্য ৩৬ হাজার ১২০ কেজি ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়।
“বরাদ্ধ পাওয়া চাল ঈদের আগে দুঃস্থদের মাঝে ১০ কেজি করে বিতরণ করার কথা থাকলেও বেশকিছু চাল পরিষদের গুদামে মজুত করা হয়।
“স্থানীয়দের মাধ্যমে গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে ৩৮ বস্তা অর্থাৎ ১৯০০ কেজি চাল জব্দ করা হয়। পরে ইউএনওর নির্দেশে গুদামটি সিলগালা করা হয়।”
এ বিষয়ে তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর রাশেদ বলেন, “দুঃস্থদের জন্য তিন হাজার ৬১০টি ভিজিএফ কার্ড বরাদ্দ পাই। কার্ডগুলো ইউপি সদস্যদের মাঝে বন্টন করে দেওয়া হয়।
“অনেক সদস্য সব বন্টন না করে কিছু কার্ড নিজেদের কাছে রেখে দেন। সেসব কার্ডের চাল গুদামে পড়ে রয়েছে। আমি অসৎ কোনো উদ্দেশে চাল মজুত করি নাই।”
ভিজিএফের চাল জব্দের কথা জানিয়ে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, এ ঘটনায় সরকারি বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।