ফরিদপুরে বসন্ত বরণে পিঠাপুলির উৎসব

জেলা প্রশাসনের আয়োজনে এ মেলায় বিভিন্ন স্কুল ও সংগঠনের ৩০টি স্টল অংশ নিয়েছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2024, 05:08 PM
Updated : 13 Feb 2024, 05:08 PM

ফরিদপুরে বসন্ত বরণে দুই দিনব্যাপী পিঠাপুলি উৎসবের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এ কে আজাদ। জেলা প্রশাসনের আয়োজনে এ মেলায় বিভিন্ন স্কুল ও সংগঠনের ৩০টি স্টল অংশ নিয়েছে।

জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ।

সংসদ সদস্য এ কে আজাদ বলেন, “একসময় বাঙালির প্রতিটা ঘরে ঘরে পিঠা বানানোকে কেন্দ্র করে উৎসবের আমেজ তৈরি হতো। ছোটবেলায় মামাবাড়ি গিয়ে সেই উৎসব আমরা দেখেছি। বাঙালির সেই ঐতিহ্যকে ধরে রাখতে জেলা প্রশাসন আজ এমন আয়োজন করেছে। এতে যেন শৈশবের স্মৃতি মনে পড়ে গেছে।”

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, “আমাদের দেশের সব ঐতিহ্যকেই আমরা নিজেরা ধারণ করব এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধারণ করতে শেখাব।”

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা খলিফা কামাল উদ্দিন, সদস্য আবুল বাতিন, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, শিপ্রা গোস্বামী।