এ ঘটনায় সিংড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Published : 15 Oct 2023, 02:34 PM
নাটোরের বিভিন্ন থানা থেকে মোবাইল চুরি ও বিক্রির অভিযোগে সিংড়ায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। যাদের ‘মোবাইল চোরাকারবারি’ বলছে র্যাব।
শনিবার রাতে সিংড়ার খাগবাড়িয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক সন্জয় কুমার সরকার।
রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, অভিযানে চারটি মোবাইল, একটি সিম কার্ড এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটকরা হলেন, সিংড়ার খাগড়বাড়িয়া এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. হৃদয় খাঁ (২৪) এবং একই এলাকার মৃত তারা খাঁর ছেলে মো. রানা (২২)।
সন্জয় আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জব্দ মোবাইল ফোন নাটোরের বিভিন্ন এলাকা থেকে অজ্ঞাত চোর চক্রের সদস্যদের সহায়তায় চুরি করে বিক্রির জন্য নিজেদের জিম্মায় রাখার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় সিংড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।