প্রতিষ্ঠার ১৩১ বছর পর প্রতিষ্ঠাতার স্মৃতি রক্ষায় এটিই প্রথম আনুষ্ঠানিক কোনো উদ্যোগ বলে জানান এমসি কলেজের অধ্যক্ষ।
Published : 19 Nov 2023, 05:53 PM
সিলেটের এমসি কলেজের প্রতিষ্ঠাতা রাজা গিরিশচন্দ্র রায়ের ম্যুরাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকালে ক্যাম্পাসে ম্যুরালের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজ।
এ সময় তিনি বলেন, চলতি বছরের ২২ জুলাই ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হয়। এর প্রায় চার মাস পর নির্মাণকাজ শেষে ম্যুরালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
অধ্যক্ষ আরও বলেন, “কলেজ প্রতিষ্ঠার ১৩১ বছর পর প্রতিষ্ঠাতার স্মৃতি রক্ষায় এটিই প্রথম আনুষ্ঠানিক কোনো উদ্যোগ। ম্যুরাল নির্মাণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাতার অবদান ও নাম শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুরারিচাঁদ (এমসি) কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও ম্যুরাল নির্মাণ কাজের সমন্বয় কমিটির সদস্য প্রবীর রায়, ম্যুরাল নির্মাণ কমিটির সমন্বয়ক ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল আহাদ, সাবেক অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ, সাবেক অধ্যক্ষ পান্না রানী রায়, দর্শন বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদ, অধ্যাপক পরিমল কুমার দে, অধ্যাপক তপন কান্তি ধর, প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক আল আজাদ, সাহেদ আহমদ, এ কে এম ফজলুর রহমান, বদরুল ইসলাম শোয়েব, মুক্তাদীর আহমদ মুক্তা।
এ ছাড়া কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর কলেজের প্রতিষ্ঠাতা রাজা গিরিশ চন্দ্র রায়ের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় এবং ম্যুরাল নির্মাণের অন্যতম উদ্যোগ গ্রহণকারী প্রয়াত মিশফাক আহমদ মিশুর স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
উদ্বোধন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শামীমা চৌধুরী।
পরে দলীয় নৃত্য এবং গানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।