কুমিল্লায় পুকুরে মিলল 'ভয়ঙ্কর' সাকার ফিশ, চিন্তিত চাষি

“সাকার ফিশ পুকুরের অন্য মাছগুলো খুব দ্রুত খেয়ে ফেলে।”

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2023, 02:25 PM
Updated : 24 March 2023, 02:25 PM

পরিবেশের জন্য হুমকিস্বরূপ সাকার ফিশ কুমিল্লার আদর্শ সদর উপজেলার একটি পুকুরে পাওয়া গেছে; এ নিয়ে আতঙ্কের মধ্যে আছেন চাষি।  

শুক্রবার সকালে উপজেলার কালখড়পাড় গ্রামের শফিকুল ইসলামের পুকুরে জেলেদের জালে এই মাছটি ধরা পড়ে।

পুকুরের মালিক শফিকুল ইসলাম বলেন, “প্রতি বছর রমজান উপলক্ষে পুকরে বেড় জাল দিয়ে মাছ ধরি। জেলেদের খবর দিয়ে সকালে পুকুরে জাল ফেলার পর মাছটি উঠে আসে।

“প্রথমে সাপ মনে করেছিলাম। পরে অনেকে বললো সাপ নয়। পুকুরপাড়ে তুলে আনার পর মনে হয়েছে- এটি বাঘাইড় প্রজাতির মাছ।

শফিকুল বলেন, “পরে জানলাম এটি ভয়ঙ্কর সাকার ফিস। এই মাছ যে পুকুরে থাকে সেই পুকুরে অন্য মাছ হয় না। মাছটি পাওয়ার পর থেকে পুকুরের অন্য মাছ নিয়ে চিন্তায় আছি।”

জেলা মৎস্য কর্মকর্তা শরিফ উদ্দিন বলেন, “সাকার ফিস নিষিদ্ধ করেছে সরকার। কালখড়পাড়ে যে মাছটি পাওয়া গেছে এটিকে ‘সাকার মাউথ ক্যাটফিশ’ বলে।

“চাষিদের প্রতি আহ্বান থাকবে, পুকুর-জলাশয় কিংবা নদীতে এ মাছ পাওয়া গেলে যেন ধ্বংস করা হয়। কারণ, সাকার ফিশ বা সাকার মাছ পুকুরের অন্য মাছগুলো খুব দ্রুত খেয়ে ফেলে।”

আরও পড়ুন:

Also Read: দেশে নিষিদ্ধ হল ‘সাকার ফিস’

Also Read: বাংলাদেশে নিষিদ্ধ হচ্ছে ‘সাকার ফিশ’

Also Read: হালদায় ‘সাকার ফিশ’, উদ্বেগ