“কোনো ষড়যন্ত্র না হলে হাতপাখা মার্কা বিপুল ভোটে জয়লাভ করবে। ভোট যদি সুষ্ঠু ও সুন্দর হয় ফলাফল যাই হোক আমরা মানব।”
Published : 12 Jun 2023, 02:32 PM
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে কিছু কিছু কেন্দ্রে ‘মানুষের ভোট দিতে সমস্যা হচ্ছে’ বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের মেয়র পদপ্রার্থী মো. আব্দুল আউয়াল।
তিনি বলেছেন, “কিছু কিছু জায়গায় মেশিনে সঠিকভাবে কাজ করছে না। কিছু কিছু জায়গায় হাতপাখায় দিলে নৌকা আসতেছে।”
সোমবার সকালে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বানিয়াখামার এলাকার দারুল কোরআন বহুমুখী মাদরাসা কেন্দ্রে ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাতপাখা মার্কার প্রার্থী।
নির্বাচনের পরিবেশ তখন পর্যন্ত ‘ভালো লেগেছে’ জানিয়ে নিজের জয় নিয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আউয়াল বলেন, “কোনো ষড়যন্ত্র না হলে হাতপাখা মার্কা বিপুল ভোটে জয়লাভ করবে। ভোট যদি সুষ্ঠু ও সুন্দর হয় ফলাফল যাই হোক আমরা মানব।”
পরিবর্তনের আশায় মানুষ তাকে ভোট দেবে বলেও বিশ্বাস এই প্রার্থীর।
তিনি বলেন, “যদি পরিবেশ এমন ভালো থাকে, তাহলে মানুষ ভোটকেন্দ্রে আসবে। মানুষের সাথে আমাদের একটা আত্মিক সম্পর্ক সৃষ্টি হয়েছে। মানুষ মনে করে আমাদেরকে ভোট দিলে আমরা নগর উন্নয়ন করতে পারব। মানুষের মধ্যে আকাঙ্ক্ষা রয়েছে। মানুষ পরিবর্তন করতে চায়। এই আশায় মানুষ আমাদেরকে ভোট দেবে।”
খুলনা সিটির এই নির্বাচনে আউয়াল ছাড়াও প্রার্থীতায় আছেন আরও চারজন। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে ভোটে লড়ছেন তালুকদার আব্দুল খালেক। এছাড়া, জাতীয় পাটির মো. শফিকুল ইসলাম মধু লাঙ্গল প্রতীক নিয়ে, জাকের পার্টির এস এম সাব্বির হোসেন গোলাপ ফুল প্রতীক নিয়ে, এবং স্বতন্ত্র প্রার্থী এস এম শফিকুর রহমান টেবিল ঘড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আউয়াল বলেন, “বাস্তুহারা, খালিশপুরসহ অনেক ওয়ার্ড ও সেন্টারে সঠিকভাবে মেশিন কাজ করছে না বলে আমরা অভিযোগ পাচ্ছি। আমি ভোট দিয়েছি কোনো অসুবিধা হয়নি। তবে আমাদের কর্মীদের থেকে বিভিন্ন কেন্দ্রে সমস্যা হচ্ছে বলে অভিযোগ আসছে।
“মেশিন নষ্ট, কোথাও কোথাও অভিযোগ, যেমন খালিশপুর ১২ নাম্বার ওয়ার্ড থেকে অভিযোগ হাতপাখায় টিপ দিলে নৌকা আসছে। আবার কোথাও কোথাও মেশিন বন্ধ হয়ে যাচ্ছে। এগুলো দ্রুত ঠিক করে নিলে খুব বেশি অসুবিধা হবে না।”
ইসলামী আন্দোলনের প্রার্থীর অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তার বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।