রাতে মণ্ডপ পাহারা দিতে বললেন আইজিপি

নবমীর রাত ১২টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত দেশের সব মণ্ডপ পাহারা দিতে বলেছেন আইজিপি। 

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2022, 07:02 PM
Updated : 4 Oct 2022, 07:02 PM

নবমীর রাত থেকে পরদিন সকাল পর্যন্ত দুর্গাপূজা মণ্ডপ পাহারা দেওয়ার অনুরোধ জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন৷ 

মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এ অনুরোধ জানান৷ 

আইজিপি বলেন, “অনুরোধ করব, আজকে শেষ রাত বারোটা পর্যন্ত লোকজন আছে৷ বারোটার পর থেকে সকাল পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ৷ সবাই সতর্ক থাকবেন৷ অন্তত একজন লোক যেন এখানে (মণ্ডপ) থাকে৷ মিডিয়ার মাধ্যমে সবাইকেই এ অনুরোধ করছি৷ দেশের সব মণ্ডপের কথাই আমি বলছি৷” 

মণ্ডপে অন্তত একজনকে পাহারা দেওয়ার জন্য রাখার অনুরোধ করে তিনি বলেন, “রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত একজন পাহারাদার যেন মণ্ডপে থাকে৷ যদি কেউ দুষ্কর্ম করতে আসে তাকে যেন ধরে ফেলতে পারে৷ না ধরতে পারলে চিনে রাখবেন আমরা ধরে ফেলব৷” 

তিনি বলেন, “জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা অবিচল৷ আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সকলে মিলে আমরা কাজ করছি৷ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে আমরা বিশ্বের কাছে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি৷ এরপরও দুষ্কৃতিকারীরা অপকর্ম করতে চেষ্টা করে৷” 

গত বছর কুমিল্লার একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ অবমাননার গুজব তুলে পূজামণ্ডপে হামলা হয়। পরে নোয়াখালী, চাঁদপুরেও হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগও হয়। প্রাণহানির ঘটনা ঘটে নোয়াখালীতে।