Published : 08 Nov 2023, 08:23 PM
কুমিল্লার মুরাদনগর উপজেলায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাশকাইট গ্রামের পশ্চিম পাড়ায় আলম মেম্বারের পুকুরে এ ঘটনা ঘটে বলে মুরাদনগর থানার ওসি প্রভাস চন্দ্র ধর জানান।
মৃতরা হলো- গ্রামের সালাম মিয়া ও রহিমা বেগমের মেয়ে আমেনা খাতুন (১২) ও সামিয়া আক্তার (৬) এবং সালাম মিয়ার ভাই কাউসার মিয়া ও সীমা আক্তারের মেয়ে সাদিয়া আক্তার (৭)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুপুরে তিন শিশু আলম মেম্বারের পুকুরে গোসল করতে যায়। তাদের ফিরতে দেরি দেখে স্বজনরা সেখানে যায়। গিয়ে দেখে, ঘাটে তিন শিশুর জুতা পড়ে আছে।
পরে পুকুরে তল্লাশি চালিয়ে একে একে তিনজনের মরদেহ উদ্ধার করে স্বজনরা।
এক পরিবারে তিন শিশু পানিতে পড়ে মৃত্যুর ঘটনায় এলাকায় শোক বিরাজ করছে।
ওসি প্রভাস বলেন, “আমরা ঘটনাটি জেনেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।”