উদ্ধার করা কাছিমগুলো গোমতী নদীতে অবমুক্ত করা হয় বলে জানায় পুলিশ।
Published : 27 Apr 2023, 09:45 PM
কুমিল্লায় ১৬টি ‘সুন্ধি কাছিম’ উদ্ধার হয়েছে, যেগুলো পাচার করা হচ্ছিল বলছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার সকালে কাছিমগুলো গোমতী নদীতে অবমুক্ত করা হয়েছে বলে জানান কুমিল্লা জেলা ডিবি পুলিশের ওসি রাজেশ বড়ুয়া।
ফেনী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি গোপালগঞ্জে পাঠানোর উদ্দেশে প্লাস্টিকের বস্তায় ভরে কাছিমগুলো বাসে তুলে দেন বলে জানিয়েছে বাসের সুপারভাইজার।
ওসি রাজেশ বড়ুয়া বলেন, “গোপন খবর পেয়ে বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আদর্শ সদর উপজেলার ঝাগুরঝুলি বিশ্বরোডে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়।
“এ সময় প্লাস্টিকের বস্তায় তল্লাশি করে ১৬টি কাছিম উদ্ধার করা হয়। পাচারের উদ্দেশ্যে এসব বহন করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।”
কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, “সুন্ধি কাছিম বর্তমানে খুব একটা দেখা যায় না। নানা কারণে এসব কাছিম পাচার হচ্ছে। উদ্ধার করা কাছিমগুলো আমরা গোমতী নদীতে অবমুক্ত করেছি।”
পাচারের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি রাজেশ বড়ুয়া।