ওই দুই শিশু স্কুল থেকে ফিরে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলাধুলা করতে যায়।
Published : 15 Oct 2023, 12:32 PM
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার লংগাইর ইউনিয়নের কাজা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আলামিন বিপ্লব।
নিহতরা হলো- ওই গ্রামের আলামিনের ছেলে রিয়াদ হোসেন (৭) এবং ইজাজুলের ছেলে মো. হাসান (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আলামিন বলেন, ওই দুই শিশু স্কুল থেকে ফিরে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলাধুলা করতে যায়। খেলাধুলার এক পর্যায়ে তারা পুকুরে পড়ে ডুবে যায়।
ঘণ্টা খানেক পর পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: