গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মালামাল চুরি করে আসছিল বলে জানায় পুলিশ।
Published : 24 Nov 2023, 01:30 PM
মাদারীপুর সদর থেকে চারটি চোরাই অটোভ্যানসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার রাজু হাওলাদার (২৫), মোল্লাদী বাজিতপুর গ্রামের জাফর হাওলাদার (৫২), একই এলাকার খোকন সরদার (৫৮) ও শরীয়তপুরের নড়িয়া উপজেলার সাইফুল প্যাদা (২৬)।
শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল বলেন, রাতে গোপন খবর পেয়ে এসআই রায়হান সিদ্দকী শামীম ও আবুল কাসেম খানের নেতৃত্বে এক দল পুলিশ সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডের পাশে মাছের আড়তের পেছন থেকে দুটি অটোভ্যানসহ রাজু ও সাইফুলকে আটক করে।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাজিতপুর গ্রামে অভিযান চালিয়ে আরও দুটি অটোভ্যানসহ জাফর ও খোকনকে গ্রেপ্তার করা হয় বলে তিনি জানান।
গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মালামাল চুরি করে আসছিলেন বলে জানান কামরুল হাসান।
শুক্রবার গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।