পীরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় দুটি নির্বাচনি সভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
Published : 24 Dec 2023, 03:22 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর যাচ্ছেন।
সেখানে পীরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় দুটি নির্বাচনি সভায় বক্তব্য দেবেন তিনি; উদ্বোধন করবেন বেশ কিছু উন্নয়ন প্রকল্পের। তার সফর ঘিরে এরইমধ্যে সেজে উঠেছে রংপুর শহর।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর রংপুর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মাজেদ বলেন, দলীয় ফোরাম থেকে প্রধানমন্ত্রীর রংপুর সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি তারাগঞ্জ উপজেলার কলেজ মাঠে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের নৌকার প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন।
এরপর রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের নৌকার প্রার্থী স্পিকার শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনি সভায় বক্তব্য রাখবেন।
দুটি জনসভার প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, “রংপুর জেলা আওয়ামী লীগ সবসময় প্রস্তুত। আমরা আলোচনা করে সকল ধরনের প্রস্তুতি আগে ভাগেই সম্পন্ন করব। আশা করছি, বিপুল জনসমাগম হবে প্রধানমন্ত্রীর নির্বাচনি সভায়।”
রংপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী রংপুরে আসছেন; আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, বিপুল লোকসমাগম হবে।”
এর আগে সবশেষ ২০১৮ সালের ২৩ ডিসেম্বর নিজের শ্বশুরবাড়ির এলাকা রংপুরে এসেছিলেন শেখ হাসিনা। একাদশ জাতীয় নির্বাচনের আগে সেই সফরে পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি জনসভায় যোগ দিয়েছিলেন তিনি। পাঁচ বছর পর শ্বশুরবাড়ি পীরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি কি খাবেন, কি করবেন এ নিয়ে কৌতুহলের শেষ নাই মানুষের।
এ বিষয়ে রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম রাজু (সাবেক সাধারণ সম্পাদক) বলেন, “গণতন্ত্রের মানসকন্যা, রংপুরের পুত্রবধূ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে বিমানযোগে সৈয়দপুর আসবেন। পরে সড়ক পথে তারাগঞ্জ উপজেলায় রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের নৌকার প্রার্থী নির্বাচনি পথসভায় বক্তব্য দেবেন।
এরপর তিনি সড়ক পথে পীরগঞ্জের ফতেহপুর জয় সদনের উদ্দেশ্যে রওনা দেবেন। শ্বশুরবাড়ি ফতেহপুর জয় সদনে পৌঁছে তিনি প্রয়াত স্বামী পরমাণু ও পদার্থ বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করবেন। পরে জয় সদনে দুপুরের খাবার খাবেন।
রাজু বলেন, “প্রধানমন্ত্রী দুপুরের খাবারে রুটির সঙ্গে ছোট মুরগির মাংস খাবেন। এরপর বিশ্রাম নিয়ে পরে বিকালে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনি সভায় বক্তব্য দেবেন। এরপর সড়ক পথে সৈয়দপুর হয়ে বিমান যোগে ঢাকায় ফিরবেন।”
এদিকে প্রধানমন্ত্রীর রংপুর আসার খবরে রংপুর ও আশেপাশে জেলার আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সেই সঙ্গে তাকে বরণ করতে অধির আগ্রহে রয়েছেন তারাগঞ্জ ও পীরগঞ্জবাসী।