“সিলেটবাসীর ভালোবাসার প্রতিদান দিতে হবে; মেয়র বা নগর পিতা হিসেবে নয়, কাজ করতে হবে নগরবাসীর সেবক হিসেবে।”
Published : 25 Jun 2023, 06:37 PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
রোববার দুপুর ১২টায় স্ত্রী হলি চৌধুরী এবং দুই ছেলে রুহানুজ্জামান চৌধুরী ও রুম্মানুজ্জামান চৌধুরীকে সঙ্গে নিয়ে গণভবনে যান তিনি।
সেখান থেকে বেরিয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তাকে সিলেটবাসীর ভালোবাসার মর্যাদা দিতে সিটি করপোরেশন এলাকার গুরুত্বপূর্ণ সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের জন্য পরিকল্পনা ও কাজ শুরুর পরামর্শ দিয়েছেন।
সিলেটবাসীর সঙ্গে আত্মীক সম্পর্ক আছে জানিয়ে শেখ হাসিনা সিলেটের নবনির্বাচিত মেয়রকে বলেন, “সিলেটের মানুষ যেমন জাতির জনককে শ্রদ্ধা করেন, তেমনি আমাকেও ভালোবাসেন, নৌকাকে ভালোবাসেন। তাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। মেয়র বা নগর পিতা হিসেবে নয়, কাজ করতে হবে নগরবাসীর সেবক হিসেবে।”
এ সময় প্রধানমন্ত্রী সিলেট সিটি করপোরেশন এলাকার উন্নয়নে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বলেও জানান আনোয়ারুজ্জামান চৌধুরী।
তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রীকে সিলেটবাসীর সালাম জানিয়েছি। তাকে বলেছি, আপনি আমার ওপর আস্থা রেখে সিলেট নগরবাসীর সেবক হতে নৌকার মনোনয়ন দিয়ে পাঠিয়েছিলেন। সিলেটবাসী কেবল আপনাকে, আওয়ামী লীগকে এবং নৌকাকে ভালোবাসে বলেই আমাকে ভোট দিয়ে বিশাল ব্যবধানে জয়ী করেছে।”
আনোয়ারুজ্জামান চৌধুরীর রাজনীতি শুরু ছাত্রলীগের একজন কর্মী হিসাবে। এরপর তিনি এক যুগেরও বেশি সময় ধরে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তারপর শুরু করেন আওয়ামী লীগের রাজনীতি।
বর্তমানে তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
সিলেট সিটি করপোরেশনের ২০১৩ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের পর এই নগরীর মেয়রের আসনটি পুনরুদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার আনোয়ারুজ্জামান চৌধুরীকেই নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করেন।
২১ জুন অনুষ্ঠিত নির্বাচনে তিনি জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুলকে প্রায় ৬৮ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন।