স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ মামলায় ২০২০ সালে মানিক মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
Published : 20 Feb 2024, 09:00 AM
শেরপুর জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বন্দি যুবকের মৃত্যু হয়েছে হাসপাতালে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শেরপুর জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয় বলে ওই কারাগারের কারাধ্যক্ষ মোহাম্মদ হুমায়ুন কবীর খান জানান।
সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডোবারচর গ্রামের বাসিন্দা মানিক মিয়া (৩০) নামে ওই বন্দি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজা পেয়ে কারাভোগ করছিলেন বলে জানান কারাধ্যক্ষ।
তিনি আরও জানান, এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ মামলায় ২০২০ সালে মানিক মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মামলার পর থেকেই গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে বন্দি ছিলেন।
মানিক দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন দাবি করে কারাধ্যক্ষ হুমায়ুন কবীর খান বলেন, গত শুক্রবার বিকালে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার সকালে তিনি মারা যান।
সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত শেষে মানিকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান হুমায়ুন কবীর খান।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]