নলছিটি উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, তার কথা বলার ধরন দেখে সন্দেহ হয়।
Published : 30 Nov 2023, 11:58 AM
ঝালকাঠির নলছিটিতে ভোটার হতে এসে আটক হয়েছেন এক রোহিঙ্গা যুবক।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে ওই যুবককে আটক করা হয় বলে জানান নলছিটি থানার ওসি মু. আতাউর রহমান।
আটক নুরুল ইসলাম (২৩) কক্সবাজারের একটি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তিনি ২০১৯ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে আসেন।
নলছিটি উপজেলা নির্বাচন কর্মকর্তা এইচ এম গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন, ওই যুবক ভোটার হতে এসেছিলেন। তার কথা বলার ধরন দেখে সন্দেহ হয়। তখন তার কাগজপত্র যাচাই করলে সেগুলো ভুয়া প্রমাণিত হয়।
“তারপরও বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য তিনি যে ইউনিয়নের ঠিকানা ও চেয়ারম্যানের প্রত্যয়ণপত্র দিয়েছেন তাকে ডাকা হয়। চেয়ারম্যান উপস্থিত হয়ে প্রত্যয়নপত্রটি ভুয়া বলে শনাক্ত করেন। পরে আমি থানায় খবর দেই”, যোগ করেন নির্বাচন কর্মকর্তা।
নলছিটি থানার ওসি মু. আতাউর রহমান বলেন, “ওই রোহিঙ্গা যুবক জানিয়েছেন, তিনি নারায়ণগঞ্জের এক দালালের মাধ্যমে নকল কাগজপত্র তৈরি করে ভোটার হওয়ার চেষ্টা করছিলেন।
রোহিঙ্গা যুবকের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]