পুলিশ জানায়, ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে কিন্তু চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
Published : 25 Apr 2024, 02:41 PM
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বালুবাহী ডাম্প ট্রাকের চাপায় এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের প্রশিকা মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার এসআই মো. হেলাল উদ্দিন জানান।
নিহত সুজন (৩৫) ওই পৌর এলাকার কড়ইতলা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা বরাতে এসআই হেলাল বলেন, মাওনা পল্লী বিদ্যুত মোড় থেকে বালুভর্তি একটি ডাম্প ট্রাক মাওনা-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে উঠছিল।
“এ সময় একটি ইজিবাইক পল্লী বিদ্যুৎ মোড়ে প্রবেশের সময় ওই ট্রাকের সামনের চাকার সঙ্গে ধাক্কা লেগে চালক সুজন পড়ে গিয়ে পেছনের চাকায় নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয়।”
তিনি বলেন, শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে কিন্তু চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই।