“রুবেল এর আগেও পালিয়েছিলেন; গত বছরের ৭ মার্চ গাজীপুর থেকে তাকে আটক করা হয়েছিল৷”
Published : 15 Feb 2024, 10:57 PM
কক্সবাজারের আশ্রয়শিবির থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা যুবককে বগুড়ার শাহজাহানপুর উপজেলা থেকে আটক করা হয়েছে।
জাতীয় পরিষেবা ৯৯৯ এ ফোন পেয়ে বুধবার বিকালে উপজেলার গণ্ডগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয় বলে শাজাহানপুর থানার ওসি শহীদুল ইসলাম জানান।
আটক রুবেল মোহাম্মদ (২২) উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, বিকালে রুবেলকে অসুস্থ অবস্থায় সড়কে পাশে শুয়ে থাকতে দেখেন গণ্ডগ্রামের বাসিন্দারা। এ সময় একজন '৯৯৯' এ কল দিয়ে পুলিশকে বিষয়টি জানান।
পুলিশ রুবেলকে প্রথমে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও ব্যবস্থাপত্র দিয়ে তাকে ছাড়পত্র দেওয়া হয়। তারপর তাকে থানায় নিয়ে আসা হয়।
ওসি শহীদুল বলেন, “রুবেল ক্যাম্প থেকে কতদিন আগে এবং কীভাবে পালিয়েছেন তা এখনও জানা যায়নি। তাকে বালুখালী ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে।”
পুলিশের এ কর্মকর্তা বলেন, “রুবেল এর আগেও ক্যাম্প থেকে পালিয়েছিলেন৷ গত বছরের ৭ মার্চ গাজীপুরের বরমী ইউনিয়নের গোলাঘাট বাজার থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছিল৷ এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”