“কয়েকদিন আগেও বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা হয়েছিল। তখন বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করি।”
Published : 10 Feb 2024, 02:48 PM
পিরোজপুর সদর উপজেলায় গভীর রাতে ‘দেওয়া আগুনে’ তিনটি বসতবাড়ি পুড়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের পশ্চিম ডুমরিতলা গ্রামের এ ঘটনা ঘটে বলে পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম জানান।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক দীপঙ্কর সাহা কালা সাংবাদিকদের বলেন, ঘরের ভিতরে আগুন দেখতে পেয়ে চিৎকার দিলে পরিবারের সবাই বের হয়ে আসেন। কিন্তু কোনো মালামাল বের করতে পারেননি।
“আগুনে আমার, মৃণাল কান্তি সাহা ও সুকান্ত সাহার তিনটি ঘর পুড়ে গেছে। এ ছাড়া বাড়ির পাশের মন্দির, খরের গাদা ও একটি ভ্যানেও অগ্নিসংযোগ করা হয়।”
দীপঙ্কর সাহা কালা বলেন, “কয়েকদিন আগেও বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা হয়েছিল। তখন বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করি।”
অবিলম্বে ঘটনার তদন্ত সাপেক্ষে জড়িতদের বিচার দাবি করেন দীপঙ্কর সাহা।
স্থানীয় বাসিন্দা রিয়াজ হাওলাদার বলেন, রাতে চিৎকার শুনে এসে দেখেন তিনটি ঘরে আগুন জ্বলছে। অনেক চেষ্টা করেও আগুন নেভানো যায়নি। তিন ঘরের সব মালামালই পুড়ে গেছে।
শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের চেয়ারম্যান আজমীল হোসেন মাঝি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শত্রুতা করেই আগুন লাগানো হয়েছে।”
পুলিশ সুপার শরীফুল ইসলাম বলেন, ঘটনাস্থল তিনি পরিদর্শন করেছে। কী কারণে আগুন লেগেছে, এর সঙ্গে কেউ জড়িত কি-না তদন্ত করছে পুলিশ।