১৯৯৯ সালে রাস্তার কাজ করতে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শ্রমিক আজিজের মাথায় কোদাল দিয়ে আঘাত করে এমই।
Published : 29 Jan 2024, 07:34 PM
সিলেটে ২৫ বছর আগে শ্রমিক হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সিলেট বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহাদৎ হোসেন প্রামাণিক সোমবার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের ফখরুল ইসলাম জানান।
দণ্ডিত এমই (৫৫) সিলেটের জকিগঞ্জ থানার হাতিডহর গ্রামের বাসিন্দা।
যাবজ্জীবন পাশাপাশি তাকে ২০ হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় রায়ে।
মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৯ সালের ১৪ জুলাই শ্রমিক আব্দুল আজিজ গোলাপগঞ্জ উপজেলার রানাপিং-ফাজিলপুর কাঁচা রাস্তা পাকা করার কাজ করছিলেন। পরে দুপুর আড়াইটার দিকে আজিজ এবং এমই ছাড়া অন্যান্য শ্রমিকরা দুপুরে খাবার খেতে চলে যান।
তখন এমইর সঙ্গে আজিজের রাস্তার কাজ করা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এমই উত্তেজিত হয়ে তার হাতে থাকা কোদাল দিয়ে আজিজকে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
এ সময় অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। পরে দুইদিন পর ১৬ জুলাই সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রহিম নুনু মিয়া বাদী হয়ে এমইকে আসামি করে গোলাপগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এমইকে দোষী সাব্যস্ত করে রায় দিল।