যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৪০ হাজার চালককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাহিদ আহসান রাসেল।
Published : 11 Nov 2023, 05:44 PM
খেলাধুলার চর্চা ও মানোন্নয়নে ইউনিয়ন পর্যায়েও খেলার মাঠ তৈরি করার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
তিনি বলেছেন, “ইতোমধ্যে ইউনিয়ন পর্যায়ে মাঠ স্থাপন প্রকল্পের কাজ হাতে নিয়েছি। উপজেলায় পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রকল্পের কাজ শেষ হলেই ইউনিয়ন পর্যায়ে মাঠ তৈরির প্রকল্পের কাজ শুরু করা হবে।”
শনিবার সকালে গাজীপুর শহরে শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বেকারদের কর্মসংস্থানের পাশাপাশি পাঁচ শতাংশ হারে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “আগে যানবাহন চালানোর ক্ষেত্রে চালকদের প্রশিক্ষণ কার্যক্রম ছিল না। বর্তমানে আমরা প্রশিক্ষণের কার্যক্রম হাতে নিয়েছি।
“আমাদের উদ্যোগে ৪০ হাজার চালক প্রশিক্ষণ নিচ্ছে। এ ছাড়া দেশে জ্বালানি সংকট নিরসনে ৪০ হাজার পরিবেশ বান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করেছি। আরও ৩২ হাজার প্লান্ট স্থাপনের কাজ চলমান রয়েছে।”
যুব ভাইবোনদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের কথা উল্লেখ করে সংসদ সদস্য রাসেল বলেন, “১৮টি জেলায় ফ্রিল্যান্সিং প্রকল্পের কার্যক্রম চলছে। আরও ৪৮টি জেলায় এ প্রকল্প শুরু হবে, যার মাধ্যমে বিদেশে না গিয়ে ঘরে বসেই রেমিটেন্স আয় করা সম্ভব। এ জন্য ৩০০ কোটি টাকার প্রকল্প তৈরি করেছি।”
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন অর রশীদ।
আরও বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মো. জহিরুল ইসলাম, গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার আহমার উজ্জামান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, সাবেক সদস্য মো. আব্দুল হাদী শামীম ও মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু।
সঞ্চালনা করেন গাজীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মনছুরুল ইসলাম মিলন।
শেষে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র, সম্মানীভাতা ও ক্রেস্ট বিতরণ করা হয়।