রাঙামাটির বাঘাইছড়িতে সেতুর পাটাতন ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

এতে বাঘাইছড়ি উপজেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2023, 05:18 AM
Updated : 8 May 2023, 05:18 AM

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় একটি সেতুর স্টিলের পাটাতন ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 

সোমবার সকালে পাথর বোঝাই একটি ট্রাক উপজেলার কাচালং সেতুতে ওঠার পরপরই এর পাটাতন ভেঙে নিচে পড়ে যায়। এতে বাঘাইছড়ি উপজেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। 

সেতুর দুপাশে শতাধিক যানবাহন আটকা পড়ায় বহু মানুষ দুর্ভোগে পড়েন।

পুরোনো সেতুর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ২০১৬ সালের ১১ জানুয়ারি নতুন সেতুর কাজ শুরু করে সড়ক জনপদ বিভাগ। 

২০১৯ সালের জানুয়ারিতে নতুন সেতু বুঝিয়ে কথা থাকলেও দীর্ঘ ৭ বছরেও শেষ হয়নি কাজ। তাই ঝুঁকি নিয়েই বাধ্য হয়ে পুরোনো সেতু দিয়েই যান চলাচল করতে হয়। 

খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, “পাটাতন ভাঙার সংবাদ পাওয়ার পরপরই আমাদের সব ইউনিটকে কাজে নামিয়েছি। অল্প সময়ের মধ্যে সেতু মেরামতের কাজ শুরু করব।” 

খাগড়াছড়ি সড়ক বিভাগ জানায়, ১১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে সড়ক ও জনপদ বিভাগ ২০১৬ সালের ১১ জানুয়ারি এখানে নতুন সেতু তৈরির কাজ শুরু করে। কুমিল্লা জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্স সেতুটি নির্মাণ করছে। ২০১৯ সালের ১ জানুয়ারি কাজ শেষ করার কথা ছিল।