পরে তিনি পাশের লক্ষ্মীপুর জেলার মজু চৌধুরী ফেরিঘাট পরিদর্শনের উদ্দেশে চাঁদপুর ত্যাগ করেন।
Published : 21 Mar 2024, 09:23 PM
ঈদুল ফিতরে চাঁদপুর-শরীয়তপুর রুটের হরিণা ফেরিঘাটে যানবাহন পারাপার নিশ্চিতসহ সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন-বিআইডব্লিউটিসির চেয়ারম্যান একেএম মতিউর রহমান।
বৃহস্পতিবার দুপুরে তিনি চাঁদপুর সদর উপজেলার হানাচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন।
এ দিন তিনি পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী শরীয়তপুরে নরসিংহপুর ফেরি পার হয়ে হরিণা ফেরিঘাটে আসেন।
পরে ঘাটে বিআইডব্লিউটিসি (বাণিজ্যিক) কার্যালয় পরিদর্শন করেন। এসময় দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন মতিউর রহমান।
বিআইডব্লিউটিসির পরিচালক (কারিগরি) কাজি ওয়াসিফ আহমদ, পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান, জিএম (মেরিন) ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরী চেয়ারম্যানের সফর সঙ্গী ছিলেন।
এ ছাড়া হরিণা ফেরিঘাট এজিএম (বাণিজ্য) ফয়সাল আলম চৌধুরীসহ ফেরিঘাটের কর্মকর্তা-কর্মচারীরাও ছিলেন।
এরপর মতিউর রহমান পাশের লক্ষ্মীপুর জেলার মজু চৌধুরী ফেরিঘাট পরিদর্শনের উদ্দেশে চাঁদপুর ত্যাগ করেন।