ফরিদপুরে ছয় গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ২৫

ছুলনা বাজারে ছবি তোলার সময় গুলপুনদী ও নাওরা গ্রামের কয়েকজন যুবকের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2023, 05:55 AM
Updated : 29 April 2023, 05:55 AM

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ছবি তোলা নিয়ে কয়েক যুবকের কথা কাটাকাটির জেরে ছয়টি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।  

শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার আলগী ইউনিয়নের এসব গ্রামের লোকজন দুই দলে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম। 

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে জানান ওসি। 

আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম ম সিদ্দিকুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যার সময় এলাকার কিছু যুবক ছুলনা বাজারে ছবি তুলছিল। এ সময় গুলপুনদী গ্রামের বাবু বিশ্বাস, সুজন, আশরাফুল ও  নাওরা এলাকার বাবু, রিফেলসহ কয়েকজন যুবকের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। 

“এ ঘটনার জের ধরে গুলপুনদী, নাওরা, ছুলনা, শুয়াদী, চান্দ্রা ও অপরপুর্টি গ্রামের লোকজন দুই দলে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেড়-দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ২৫জনের অধিক লোক আহত হয়েছে।” 

আহতদের মধ্যে আছাদ (২২) ও আজিজুলকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে এবং হেলাল, সাহাদাৎ, সবুজ, ফারুক, আলাউদ্দিন, হিরো, মনির মোল্লা, ফাইজুর, আক্কাস মাতুব্বরকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। 

ওসি জিয়ারুল ইসলাম বলেন, “একটি তুচ্ছ ঘটনা নিয়ে একদল যুবকদের মধ্যে কথা-কাটাকাটি, পরে গ্রামবাসীদের মধ্যে মারামারি হয়েছে। সংবাদ পেয়ে এলাকায় পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করেছি।” 

“তবে এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” 

তিনি আরও বলেন, “যেহেতু এলাকাগুলোয় পরিস্থিতি উত্তপ্ত অবস্থায় রয়েছে, সেকারণে সেখানে অতিরিক্ত পুলিশ রাখা হয়েছে।”