ঝিনাইদহে সাপের কামড়ে শিক্ষকের মৃত্যু

সাপের কামড় দেওয়ার পর প্রায় তিন ঘণ্টা তিনি বাড়িতে ছিলেন বলে তার বন্ধু জানান।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2022, 06:38 AM
Updated : 25 Sept 2022, 06:38 AM

ঝিনাইদহে এক শিক্ষকের প্রাণ গেছে সাপের কামড়ে।

সদর উপজেলা এস্তেকাপুর গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান।

নিহত মো. বদিউজ্জামান এপো (৫০) ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলামের ছেলে। তিনি মধুপুর হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন।

বদিউজ্জামানের বন্ধু লিটন মিয়া বলেন, তার বন্ধু শনিবার রাত ১০টার দিকে নিজ পুকুরের পাড়ে শ্যালো মেশিন চালু করতে যায়। এ সময় সাপ তাকে কামড় দেয়। সে প্রথমে বাড়ির লোকজনকে কিছু জানায় নাই।

এক পর্যায়ে বিষের যন্ত্রণায় কাতর হয়ে পড়লে সকলে টের পায়। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে যাওয়ার পথে ১টার দিকে তার মৃত্যু হয়।

সাপের কামড়ের পর বদিউজ্জামান প্রায় তিন ঘণ্টা বাড়িতে ছিলেন বলে জানান লিটন।