১৪ দফা দাবিতে জাবির প্রশাসনিক ভবন অবরোধ

কর্মচারী সমিতির সভাপতি বলেন, “আমরা প্রশাসনিক ভবন তালাবদ্ধ করেছিলাম; বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গায়ের জোরে তালা ভেঙে ভিতরে ঢুকেছেন।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2023, 12:06 PM
Updated : 7 June 2023, 12:06 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবন অবরোধ করেছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা। 

১৪ দফা দাবিতে বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত তারা এ অবরোধ করেন বলে কর্মচারী সমিতির সভাপতি আবদুর রহিম জানান। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন আজ প্রশাসনিক ভবন অবরোধ করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগেও আমাদের এই দাবিগুলো মেনে নিবে বলে আশ্বাস দিয়েছিলেন কিন্তু সেটা তারা করেনি। যদি দাবি মানা না হয় তাহলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।” 

১৪ দফার মধ্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের নৈশভাতা এবং সব কর্মচারীর ওভারটাইম বেসিক হারে প্রদান, দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োজিত কর্মচারীদের স্থায়ীকরণ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইভিনিং ও ইউকেন্ডসহ সব ডিগ্রির সার্টিফিকেট আমলে নিয়ে কর্মচারীদের পদোন্নতির ব্যবস্থা উল্লেখযোগ্য। 

কর্মচারী ইউনিয়নের সভাপতি বিপ্লব খান টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা অনেক দিন ধরে দাবিগুলো জানিয়ে আসছি; কিন্তু প্রশাসন মেনে নিচ্ছে না। আমরা প্রশাসনের সঙ্গে বসার চেষ্টা করেছি; প্রশাসন পাত্তাই দিচ্ছে না। আমাদের আন্দোলন চালিয়ে যাব।” 

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে তিনি সভায় ব্যস্ত থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।