আগুনে দুটি ছাগল ও ঘরের সব আসবাবপত্র ছাই হয়েছে।
Published : 01 Mar 2024, 04:51 PM
নওগাঁর বদলগাছী উপজেলায় আগুনে পুড়ে এক বৃদ্ধের প্রাণ গেছে; এতে দুটি ছাগল ও ঘরের মালামাল ছাই হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার গোড়শাহী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে বদলগাছী থানার ওসি মো. মাহাবুবুর রহমান জানান।
নিহত আলতাফ হোসেন (৬৬) ওই গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে। খবর পেয়ে শুক্রবার সকালে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কণা মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আলতাফের ছেলে তরিকুল ইসলাম বলেন, “বাবা বাড়ির আঙিনার সামনে আলাদা একটি ঘরে থাকতেন। মধ্যরাতে হঠাৎ বাবার ঘরে আগুন দেখতে পান স্থানীয় এক বাসিন্দা। তিনি চিৎকার শুরু করলে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়।
“তবে আগুন নেভানোর পর দেখি বাবা আর নেই; পুড়ে গেছে দুটি ছাগল ও ঘরের সব আসবাবপত্র”, বলেন তিনি।
অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি মাহাবুবুর রহমান।
ইউএনও তৃপ্তি কণা মন্ডল জানান, সকালে ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি ৩০ হাজার টাকা সহযোগিতা করা হয়েছে। সেইসঙ্গে দেওয়া হয়েছে কিছু শুকনা খাবার।