নিহত দুই শিশুদের চাচি বাদী হয়ে থানায় মামলা করেছেন; যেখানে তাদের মা পূর্ণিমার বিরুদ্ধে নাশকতার অভিযোগ আনা হয়।
Published : 06 Dec 2022, 09:24 PM
মাদারীপুরে অগ্নিদগ্ধ হয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় তাদের মাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, মঙ্গলবার বিকাল ৩টার দিকে ঢাকার কাকরাইল থেকে মাদারীপুর থানা ও গোয়েন্দা পুলিশ পূর্ণিমা বৈদ্যকে গ্রেপ্তার করে।
পূর্ণিমা বৈদ্য আগুনে পুড়ে নিহত রুদ্র বৈদ্য (২) ও মানত বৈদ্যের (১) মা।
ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বেলা সাড়ে ৩টার দিকে ঢাকার কাকরাইল এলাকা থেকে শিশুদের মাকে গ্রেপ্তার করেন মাদারীপুর থানার এসআই তন্ময় মন্ডল ও গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল। তবে শিশুদের নানিকে এখনও পাওয়া যায়নি।
“এ ঘটনায় থানায় শিশুদের চাচি রত্না রানী বাদী হয়ে গতকাল মামলা দায়ের করেছেন। মা পূর্ণিমার বিরুদ্ধে নাশকতার অভিযোগ আনা হয়েছে।”
মাকে জিজ্ঞাসাবাদের বরাতে ওসি মনোয়ার চৌধুরী বলেন, পারিবারিক কলহের জেরে পূর্ণিমাকে তালাকের হুমকি দেন তার স্বামী। একটি চুরির মামলায় তাকে জেলহাজতে পাঠানো হলে নাশকতার পরিকল্পনা করেন পূর্ণিমা। প্রথমে বড় ছেলেকে গলা টিপে হত্যা করেন তিনি। আর ছোট ছেলেকে ঘরে রেখেই আগুন লাগিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেন পূর্ণিমা।
নিহত দুই শিশুর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ পারিবারিক কলহসহ সব দিক বিবেচনায় নিয়ে অধিতকর তদন্ত করছে।
তদন্ত শেষে আরও বিস্তারিত বোঝা যাবে বলে জানান ওসি মনোয়ার হোসেন চৌধুরী।সোমবার মাদারীপুরের উত্তর ঝিকরহাটি গ্রামের ভাড়া বাসায় দুই ছেলেকে রেখে ঘরে রেখে মা নানি বাইরে যান; তখন ঘরে আগুন লেগে দুই শিশু মারা যায়।
আরও পড়ুন: