শিশুদের বাবা চুরির মামলায় জেলে আছেন।
Published : 05 Dec 2022, 02:53 PM
মাদারীপুর সদর উপজেলায় দরজাবদ্ধ ঘরের ভেতর থেকে আগুনে পোড়া দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ; ঘটনার পর থেকেই শিশুদের মা ও নানি পলাতক রয়েছেন।
সোমবার বেলা ১২টার দিকে উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকার একটি বাড়ি থেকে দুই ছেলেশিশুর লাশ উদ্ধার করা হয় বলে মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান।
শিশুদের একজনের বয়স এক বছর, অন্যজনের দুইয়ের কাছাকাছি হবে। তবে তাদের নাম জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, উত্তর ঝিকরহাটি গ্রামের মওলা মাতুব্বরের বাড়িতে টিন সেড ঘরের একটি কক্ষ দুই মাস আগে ভাড়া নেন উপজেলার শিরখাড়া ইউনিয়নের মানিক বৈদ্য। ১৫ দিন আগে মানিককে গ্রেপ্তার করে চুরির মামলায় কারাগারে পাঠায় পুলিশ।
এরপর থেকে বাড়িতে মানিকের স্ত্রী এবং শাশুড়ি দুই শিশুকে নিয়ে বসবাস করছিলেন।
ওসি মনোয়ার বলেন, “দুপুরে ওই ঘর থেকে ধোঁয়া বের হতে দেখতে পান স্থানীয়রা এবং ঘরের দরজাও বাইরে থেকে আটকানো অবস্থায় ছিল। দরজা খুলে তারা ভেতরে ঢুকে আগুন নিভিয়ে ফেলে এবং দগ্ধ দুই শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।“
পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাদতন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শিশুদের মা ও নানিকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলেও জানান ওসি।
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।