গ্রামের এক দোকানদার ‘কালমেঘাসব- আসব অরিষ্ট’ নামের আয়ুর্বেদিক সিরাপটি বিক্রি করেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় তেলাপোকা মারার বিষপানে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে ফুলবাড়ী থানা ওসি প্রাণ কৃঞ্চ দেবনাথ জানান।
নিহত তিন বছর বয়সি মো. নিশান ওই গ্রামের তাজুল ইসলামের ছেলে।
শিশুটির নানি সাহিদা বেগম জানান, বাড়ির তেলাপোকা মারার জন্য বাজার থেকে ওষুধ এনে ঘরে রাখেন নিশানের বাবা। শিশুটি সবার অজান্তে সেই ওষুধ খেয়ে জ্ঞান হারায়। পরে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক হোমায়ারা খাতুন জানান, শিশুটির মুখে ওষুধের গন্ধ পাওয়া যায়।
ওসি প্রাণকৃঞ্চ দেবনাথ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।