কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানান, এ হাসপাতালে বর্তমানে নয়জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2022, 12:46 PM
Updated : 29 Sept 2022, 12:46 PM

কুষ্টিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎিসক জানান।

রাব্বি সর্দার (২২) ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের রাজা সর্দারের ছেলে ও নির্মাণাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক ছিলেন।

যুবকের চাচা স্থানীয় ইউপি সদস্য বাবু সর্দার জানান, রাব্বি কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। গত বুধবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানের চিকিৎসকরা জানান, রাব্বি ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তারপর থেকে তিনি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ছিলেন; বৃহস্পতিবার সকালে মারা যান। 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানান, এ হাসপাতালে বর্তমানে নয়জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন: 

Also Read: চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু, দিনে শনাক্ত ৩৩