সীমান্তে ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় মামলা

মামলায় ‘সীমান্ত এলাকায় জ্বালানি কাঠ (লাকড়ি) সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হওয়ার’ বিষয়টি উল্লেখ করা হয়েছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2023, 02:44 PM
Updated : 2 Jan 2023, 02:44 PM

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সীমান্তে গুলিতে বাংলাদেশি তরুণ নিহতের ঘটনায় মামলা হয়েছে।

সোমবার সকালে নিহত জৈন উদ্দিনের বাবা নূর মিয়া বাদী হয়ে মামলাটি করেন বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী।

তিনি আরও বলেন, মামলায় ‘উৎমা সীমান্ত এলাকায় জ্বালানি কাঠ (লাকড়ি) সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হওয়ার’ বিষয়টি উল্লেখ করা হয়েছে।

জৈন উদ্দিন (১৮) উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের বনপুর আদর্শ গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ভারত থেকে লাকড়ি (জ্বালানি কাঠ) আনতে চার বাংলাদেশির একটি দল গিয়েছিল। এ সময় ভারতীয় অংশের খাসিয়ারা তাদেরকে গুলি করলে জৈন উদ্দিনের ঘাড়ে ও পিঠে গুলি লেগে ঘটনাস্থলেই প্রাণ হারান। তবে তার সঙ্গে থাকা বাকি তিনজন দৌড়ে বাংলাদেশে চলে আসেন। 

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।  

আরও পড়ুন:

Also Read: সিলেট সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা