বিজিবি জানায়, পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।
Published : 26 Mar 2024, 02:36 PM
নওগাঁর পোরশা উপজেলার সীমান্তে গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন; তাকে বিএসএফ গুলি করে হত্যা করেছেন বলে স্থানীয় প্রতিনিধি দাবি করেছেন।
মঙ্গলবার ভোরে নিতপুর সীমান্তের ২ কিলোমিটার দূরে ভারতের অভ্যন্তরে বিলমারী এলাকায় এই ঘটনা ঘটে বলে নিতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক জানান।
নিহত আল আমিন (২৭) উপজেলা সদরের নিতপুর কলোনি পাড়ার আবু বক্কর সিদ্দিকীর ছেলে।
ইউপি চেয়ারম্যান এনামুল হক বলেন, “ঈদকে সামনে রেখে সোমবার রাতে আল আমিনসহ ৮-১০ জন সীমান্ত পেরিয়ে ভারত থেকে গরু আনতে যান। গরু নিয়ে ফেরার পথে ভারতের ১৫৯ বিএসএফ টিক্কাপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে।
“এক পর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি ছোড়লে নিতপুর সীমান্তের কাছে ২৩২ পিলার সংলগ্ন ভারতের অভ্যন্তরে ২ কিলোমিটার দূরে বিলমারী এলাকায় আল আমিন গুলিবিদ্ধ হয়ে মারা যান ।”
পোরশা থানার ওসি মুহা. আতিয়ার রহমান বলেন, “আমি সকালে শুনেছি সীমান্তে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।”
নওগাঁ বিজিবি- ১৬ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান বলেন, বাংলাদেশ সীমান্তে এক যুবক নিহতের খবর পাওয়া গেছে। এ বিষয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।