দেহ পচে গেছে; ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বলে পুলিশ জানিয়েছে।
Published : 20 Feb 2023, 10:36 PM
সিলেটে সুরমা নদীর পার থেকে বস্তাবন্দি অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে সুরমা উপজেলার বরইকান্দি এলাকায় মরদেহটি পাওয়া যায় বলে দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার জানান।
ওসি বলেন, বরইকান্দি এলাকার টেকনিক্যাল রোডের এক রাইস মিলের সামনে নদীর পারে মরদেহটি বস্তাবন্দি অবস্থায় পাওয়া যায়। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
“দেহ পচে গেছে। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর।”
পুলিশের পাশাপাশি পিবিআইয়ের একটি টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।