গাজীপুরে টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড

ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2022, 04:23 AM
Updated : 29 Nov 2022, 04:23 AM

গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড ঘটেছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. বেলাল জানান, শামীম টেক্সটাইল মিলের তুলার গুদামে সোমবার রাত ১২টায় লাগা আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট কাজ করছে।

তবে এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

বেলাল বলেন, খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুন ছড়িয়ে পড়লে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও শ্রীপুরের আরও একটি ইউনিট এসে যোগ দেয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, “আগুন এখন যে অবস্থায় আছে তা অন্য কোথাও ছড়াতে পারবে না। তবে সকাল সোয়া ১০টা পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি।”

শামীম টেক্সটাইল মিলের পরিচালক আবুল খায়ের মানিক বলেন, “রাতের ১২টার দিকে আমাদের লোকজন টের পায়, আগুন লাগছে। তখনই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে, কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসে নাই।”

তিনি আরও জানান, “আগুনে সাড়ে তিনশ থেকে চারশ কোটি টাকার বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।” পূর্ণাঙ্গ হিসাব করলে ক্ষয়-ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে দাবি করেন তিনি।