দ্রুত ৮ দফা দাবির বাস্তবায়ন চায় ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন

দ্রুত আট দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2023, 03:33 PM
Updated : 7 May 2023, 03:33 PM

ঢাকা-ময়মনসিংহ ডবল রেললাইন স্থাপন, নতুন আন্তঃনগর ট্রেন চালুসহ আট দফা দাবির দ্রুত বাস্তবায়ন চায় ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলেন নেতারা।

এ বিষয়ে রোববার বিকালে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে সংগঠনটি মানববন্ধন করে।

এতে জেলা নাগরিক আন্দোলনের সভাপতি এএইচএম খালেকুজ্জামান, সাধারণ সম্পাদক নুরুল আমিন কালাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামূল আলম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এমদাদুল হক মিল্লাতসহ রাজনৈতিক, সাংস্কৃতি ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

এ সময় বক্তারা ঢাকা-ময়মনসিংহ ডবল রেললাইন স্থাপন, নতুন আন্তঃনগর ট্রেন চালু, ময়মনসিংহ মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, তিতাস গ্যাসের সংযোগ চালু, যানজট নিরসন, শহর থেকে ত্রিশাল বাসস্ট্যান্ড স্থানান্তর, বর্তমানে এক হাজার শয্যার মেডিকেল কলেজ হাসপাতালকে তিন হাজার শয্যায় উন্নীত করার দাবি জানান।

তারা বলেন, নামেমাত্র বিভাগীয় শহর ময়মনসিংহ বাস্তবিক অর্থে কিছুই পায়নি।

দ্রুত আট দফা দাবি বাস্তবায়ন না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।