ঘর সরানোর সময় চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

পুলিশ জানায়, ১৪ জন মিলে একটি পুরনো ঘর অন্যত্র নিচ্ছিলেন; কিছু দূর নেওয়ার পর ঘরের চালা বিদ্যুতের তারে জড়িয়ে যায়।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2022, 12:23 PM
Updated : 17 Sept 2022, 12:23 PM

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জন নিহত ও চার জন আহত হয়েছেন।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে শাহরাস্তি মডেল থানার এসআই রোকন উদ্দিন জানান।

নিহতরা হলেন- ওই গ্রামের মুন্সিবাড়ির রুহুল আমিনের ছেলে সোহাগ হোসেন (৩৫) এবং মাঝেরবাড়ির ওমর ফারুকের ছেলে লিটন হোসেন (১৯)।

আহতরা হলেন- প্রয়াত মমতাজ উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৫০), প্রয়াত ছেরাজুল হকের ছেলে আক্কাস (৪৫), প্রয়াত আব্দুল মান্নানের ছেলে আবুল কাশেম (৩৫) ও চাঁন মিয়ার ছেলে সোহাগ মিয়া (৩০)। হতাহতরা সবাই একই গ্রামের বাসিন্দা।

স্বজনদের বরাত দিয়ে এসআই রোকন উদ্দিন জানান, ১৪ জন মিলে একটি পুরনো ঘর অন্যত্র নিচ্ছিলেন। কিছু দূর নেওয়ার পর ঘরের চালা বিদ্যুতের তারে জড়িয়ে যায়; এতে ছয় জন আহত হন। আহতদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে চিকিৎসাধীন দেলোয়ার ও আক্কাস জানান, ঘর সরানোর সময় বিদ্যুতের তারের সঙ্গে টিনের চালা জড়িয়ে যায়। তাৎক্ষণিক তারা জ্ঞান হারান।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা কর্মকর্তা ফারজানা ইয়াসমিন জানান, দুই জনকে মৃত অবস্থায় আনা হয়। আহত চার জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এসআই রোকন উদ্দিন জানান, মরদেহ দুটির প্রাথমিক সুরতহাল সম্পন্ন হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।