এ সময় ঘণ্টায় ৪৬ কিলোমিটার বেগে উত্তর পশ্চিম দিক থেকে ঝড়ো বাতাস ও ২৯.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
Published : 15 Jun 2023, 02:52 PM
বরিশালে আকস্মিক ঝড়ে একজন নিহত ও একজন জেলে নিখোঁজ হয়েছেন। এ ছাড়া অর্ধনিমজ্জিত হয়েছে একটি লঞ্চ, বিধ্বস্ত হয়েছে ২৫টি ঘর।
বৃহস্পতিবার সকালে জেলার ওপর দিয়ে এ ঝড় বয়ে যায় বলে জানিয়েছেন বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক প্রণব কুমার রায়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৬টা ৫৫ মিনিট থেকে দমকা বাতাস বইতে শুরু হয়। সকাল ৭টা ১০ মিনিট পর্যন্ত দমকা বাতাসের সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হয়েছে।
এ সময় ঘণ্টায় ৪৬ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস হয়েছে। ২৯.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। উত্তর পশ্চিম দিক থেকে ঝড়ো বাতাস বয়েছে।
আকস্মিক এই ঝড়ে সদর উপজেলায় গাছ পড়ে একজন নিহত হয়েছেন।
নিহত শেখ মোহাম্মদ রজিত বিহারী (৭৫) উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের রাঢ়ীমহল গ্রামের বাসিন্দা।
ইউনিয়নের চেয়ারম্যান মাহতাব হোসেন সুরুজ, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ গাজী ও রাঢ়ী মহল গ্রামের বাসিন্দা সোলায়মান আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিজের টিনের ঘরে ঘুমিয়েছিলেন বৃদ্ধ রজিত বিহারীসহ স্ত্রী ও দুই ছেলে।
সকালে ঝড়ে ঘরের উপর একটি চাম্বল গাছ উপড়ে পড়ে। এতে গাছ চাপা পড়ে ঘটনাস্থলে মারা গেছেন রজিত। তবে তার স্ত্রী ও দুই সন্তান অক্ষত রয়েছেন।
এদিকে ঝড়ে মেঘনা নদীতে নৌকা ডুবে হিজলা উপজেলায় নিখোঁজ হয়েছেন এক তরুণ জেলে।
নিখোঁজ মাসুদ রাঢ়ী (১৮) উপজেলার চরকিল্লা গ্রামের আবুল কালাম রাঢ়ীর ছেলে।
উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাবা কালামের সঙ্গে মাছ শিকার করতে মেঘনা নদীতে গিয়েছিলো মাসুদ। ঝড়ো বাতাসে তাদের নৌকা উল্টে গেলে নদীতে পড়ে যান বাবা ও ছেলে।
এ সময় বাবাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে অন্য জেলেরা। তবে ছেলে মাসুদ নিখোঁজ রয়েছে।
এছাড়া, ঝড়ে হিজলায় ২৫টি ঘর বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবিদ হাসান। তিনি আরও জানান, ঝড়ে বেশকিছু গাছ ভেঙ্গে পড়েছে। রাস্তার উপর গাছ পড়ে থাকায় বরিশালের সঙ্গে বাস চলাচল বন্ধ রয়েছে। বিদ্যুতের তার ছিড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ রয়েছে।
আবিদ আরও বলেন, ঝড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশ কিছু গাছ ভেঙ্গে গেছে। গাছ পড়ে হাসপাতাল চত্বরে থাকা একটি অ্যাম্বুলেন্স দুমড়ে-মুচড়ে গেছে। ভেঙ্গে গেছে হাসপাতালের এসি ।
এদিকে ঝড়ের কারণে মেহেন্দিগঞ্জের কাজীরহাটে একটি লঞ্চ আংশিক ডুবে গেছে বলে জানিয়েছেন থানার ওসি জুবাইর আহমেদ।
তিনি জানান, এমভি ইনজাম লঞ্চটি সকালে হিজলার টেক বন্দর ঘাট থেকে ১৫-২০ জন যাত্রী নিয়ে কাজিরহাটের লতা ঘাটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। সেখান থেকে বরিশাল নৌ-বন্দরের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল। কিন্তু লতা ঘাটে পৌঁছানের পূর্বেই হঠাৎ আবহাওয়া খারাপ হয়।
এ সময় লঞ্চটিকে পূর্ব ভংগা সংলগ্ন নদীর চরে উঠিয়ে দেয় চালক। এরপর যাত্রীরা লঞ্চটি থেকে নিরাপদে নেমে যায়। কিছুক্ষণ পর ঝড় শুরু হলে এটি কাত হয়ে ডুবে যায়।
বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, “কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লঞ্চটি থেকে যাত্রীরা নিরাপদে পাড়ে নেমেছেন। ঝড়ে লঞ্চটির পিছনের অংশ ডুবে গেছে। ”
এমভি ইনজাম লঞ্চের সুকানি নিজাম জানান, সকাল সাড়ে ৬টার দিকে হিজলা থেকে ১৬ জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারা। সকাল সাড়ে ৭টার দিকে কোন কিছু বুঝে ওঠার আগেই ঝড় শুরু হয়।
এ সময় লঞ্চের তলা ফেটে যায়। তাই দ্রুত নোঙর করে যাত্রীদের নিয়ে নেমে পড়েন তারা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সবাই নিরাপদ আছে।
বর্তমানে আংশিক ডুবে যাওয়া লঞ্চটিকে উদ্ধারে কাজ করছে সংশ্লিষ্টরা।
তিনি আরও বলেন, “আশা করছি আজকের মধ্যে লঞ্চ মেরামত করে কালকের মধ্যে বরিশালে পৌছাতে পারব।”