আইনজীবী সমিতির নির্বাচনে ২৬টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ১২টিতে আওয়ামী লীগপন্থিরা জয় পেয়েছেন।
Published : 21 Jan 2025, 11:50 PM
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থি আইনজীবী প্যানেলের ভরাডুবি নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই দলের চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে চারজনকে শোকজ করা হয়েছে। ৩৬ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
শোকজ পাওয়া নেতারা হলেন- সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরী।
নোটিশে বলা হয়েছে, সম্প্রতি সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেলকে বিজয়ী করার জন্য সিলেট মহানগর ও জেলা বিএনপি যথাযথ উদ্যোগ গ্রহণ করেনি। নেতাদের উদাসীন ও নির্বিকার ভূমিকার জন্য নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেলের বিপর্যয় ঘটে।
এ কারণে তাদের জবাব দিতে বলা হয়েছে ওই চিঠিতে।
১৬ জানুয়ারি সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৬টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ১২টিতে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা জয় পেয়েছেন। এ ছাড়া বিএনপিপন্থি ছয়জন ও জামায়াতপন্থি পাঁচজন জয় পেয়েছেন। বাকিদের মধ্যে একজন জাসদপন্থি এবং দুজনের দলীয় পরিচয় জানা যায়নি।
বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয় কোন্দলের কারণে নেতাকর্মীরা বিভক্ত ছিলেন, ফলে এই পরাজয় হয়েছে।
ফলাফল বিপর্যয়ের কারণে বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে রোববার তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি। তদন্ত কমিটিকে অনুসন্ধান ও ফোরামের আইনজীবীদের সঙ্গে কথা বলে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।