আশুলিয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

বিকালে তারা সেপটিক ট্যাংকে নামেন; রাত ৯টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2023, 06:39 PM
Updated : 15 March 2023, 06:39 PM

ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে তিন শ্রমিক প্রাণ হারিয়েছেন।   

বুধবার রাত ৯টার দিকে শিমুলতলার দরগারপাড়ে ‘আল রহমান নিটিং ফ্যাশন বিডি লিমিটেড’ কারখানার সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। 

এরা হলেন কারখানার পরিচ্ছন্নতা কর্মী মিঠু (১৭), পোশাক শ্রমিক মো. রাকিব (২৪) ও মোহাম্মদ আলী (২৮)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

ডিইপিজেড ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, “সেপটিক ট্যাংক থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত পরে জানাতে পারব।”

স্থানীয়রা জানান, বিকালে দরগারপাড়ের টিন শেড কারখানাটির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন মিঠু, রাকিব ও মোহাম্মদ আলী। কয়েক ঘণ্টা পর তাদের সাড়াশব্দ না পেয়ে কারখানা কৃতপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দেয়। রাতে ফায়ার সার্ভিস সদস্যরা সেপটিক ট্যাংক থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করেন। 

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে বলে স্থানীয়রা জানান। 

আল রহমান নিটিং ফ্যাশন বিডি লিমিটেড কারখানার ব্যবস্থাপনা পরিচালক শামিম হোসেন বলেন, “অফিসের কাজে বাইরে আছি; তবে ঘটনাটি শুনেছি।” 

কারখানাকে ভাড়া দেওয়া টিন শেড ভবনটির মালিক মোক্তার মীরও এ বিষয়ে কথা বলতে রাজি হননি। 

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।