তবে মহাসড়ক পশুর হাট মুক্ত রয়েছে বলে দাবি করেন শর্শদি ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া।
Published : 25 Jun 2023, 10:09 PM
মহাসড়কে পশুর হাট বসানোর বিষয়ে সরকারের কঠোর নিষেধাজ্ঞা থাকলেও ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসেছে হাট। মহাসড়কের ঢাকামুখী লেনে গরু, ছাগল বেঁধে চলছে বেচাকেনা।
রোববার দুপুর থেকে সদর উপজেলার মোহাম্মদ আলী এলাকায় এই হাটের কার্যক্রম শুরু হয়। এতে মহাসড়কে যানচলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়।
তবে রাত পর্যন্ত এ বিষয়ে পুলিশ প্রশাসনকে তৎপর হতে দেখা যায়নি।
এ এলাকায় কোরবানির পশু বেচাকেনার জন্য নির্ধারিত স্থান হলো মোহাম্মদ আলী বাজার। দুপুরে এই হাটে বিক্রির জন্য গরু-ছাগল উঠতে শুরু করে।
এক পর্যায়ে সেটি বাজারের সীমানা ছাড়িয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠে পড়ে। ফলে ভোগান্তিতে পড়ে মহাসড়কের যাত্রী ও মালবাহী পরিবহনগুলো, তৈরি হয় যানজট।
মোহাম্মদ আলী হাটে পশু কিনতে এসেছিলেন আমজাদ হোসেন। তিনি বলেন, মহাসড়কের উপর এভাবে হাট বসানোয় জীবনের ঝুঁকি নিয়ে ক্রেতাদের পশু কিনতে হচ্ছে। এতে ক্রেতার ভোগান্তিই কেবল বেড়েছে।
জীবন ঝুঁকি নিয়ে মহাসড়কের পাশে হাট বসানোয় ক্ষোভ প্রকাশ করেন আরেক ক্রেতা আবদুল্লাহ আল মামুন।
এরই মধ্যে ঈদ উপলক্ষে এই মহাসড়ক ব্যবহার করে অনেক মানুষ প্রিয়জনের কাছে ফিরতে শুরু করেছেন। এই সময়ে পশুর হাট বসানো এবং তা তদারকিতে কোনো পদক্ষেপ চোখে না পড়ায় ক্ষোভ প্রকাশ করেন আরও অনেকেই।
মোহাম্মদপুর হাটের ইজারার অংশীদার শর্শদি ইউনিয়নের যুবলীগ সভাপতি মো. ইলিয়াস ভূঁইয়া অবশ্য হাটের কেনাবেচায় খুশি।
তিনি বলেন, “হাটে ৭-৮ হাজার গরু উঠেছে। সন্ধ্যা পর্যন্ত প্রায় ৪০০ গরু এবং ৬০-৭০টি ছাগল বিক্রি হয়েছে। আগামী বুধবার হাটের শেষদিন আরও ভালো বেচাকেনা হবে।”
পশুর হাট ইজারার শর্তাবলীতে মহাসড়কের পাশে কিংবা মহাসড়কে পশুর হাট না বসার বিষয়ে সুস্পষ্ট শর্ত উল্লেখ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে হাট ইজারাদার শর্শদি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার আলী হোসেন বলেন, “ভ্যাটসহ প্রায় ৬ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে হাটটি ইজারা নেওয়া হয়েছে। ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে হাট বসানো হয়েছে। এতে যানবাহন চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।”
এরপর পরে কথা বলবেন জানিয়ে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করেন তিনি।
তবে মহাসড়ক পশুর হাট মুক্ত রয়েছে বলে দাবি করেন শর্শদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া। তিনি বলেন, “মহাসড়কে নয়, মহাসড়কের পাশেও হাট বসানো হয়নি।”
পশুর হাট মহাসড়কের ওপর উঠেছে কি-না তা জানেন না ফেনীর পুলিশ সুপার জাকির হাসান।
তিনি বলেন, “ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের পাশে হাট বসেছে। মূল সড়কে উঠেছে কি-না তা জানা নেই। গণমাধ্যমের নজরে যেহেতু বিষয়টি এসেছে, অবশ্যই তা খতিয়ে দেখা হবে।”