পদ্মায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, জরিমানা

কয়েকজন জেলে পালিয়ে গেলেও সিরাজ মল্লিক নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2023, 11:23 AM
Updated : 14 Nov 2023, 11:23 AM

ফরিদপুরে পদ্মায় অভিযান চালিয়ে নিষিদ্ধ শতাধিক চায়না দুয়ারি জাল জব্দ ও জরিমানা করেছে জেলা মৎস্য অধিদপ্তর।

সোমবার সকালে সদর উপজেলার ডিক্রিরচর ও আলিয়াবাদ ইউনিয়নের পদ্মায় জালগুলো জব্দ করা হয় বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার।

এ সময় অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী।

জেলা মৎস্য কর্মকর্তা বলেন, খবর পেয়ে অবৈধভাবে পদ্মায় মাছ শিকারের জন্য পেতে রাখা শতাধিক চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। এ সময় কয়েকজন জেলে পালিয়ে গেলেও সিরাজ মল্লিক নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

তিনি আরও বলেন, পরে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং জব্দ করা চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোসা. শিরিন শারমিন খান, কোতয়ালী থানার এসআই মাহাবুল করিমসহ অন্যান্য পুলিশ সদস্যরা। 

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]