ক্রেনে সরানোর সময় বিদ্যুতের খুঁটি ঢুকল চলন্ত বাসে, নিহত ১

ক্রেনে বিদ্যুতের খুঁটি ওঠানোর সময় সামনে আসা দ্রুতগতির বাসটির ভিতর ঢুকে এফোঁড়-ওফোঁড় করে ফেলে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2022, 03:04 PM
Updated : 23 Sept 2022, 03:04 PM

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে একটি চলন্ত বাসে বিদ্যুতের খুঁটি ঢুকে এক বাসযাত্রী নিহত হয়েছেন। ওই সময় আরেকটি বাস ওই বাসে ধাক্কা দিয়ে রাস্তা পাশে পড়ে যায়। 

করিমপুর হাইওয়ে থানার ওসি শংকর কুমার জানান, ক্রেনে উঠিয়ে একটি বিদ্যুতের খুঁটি সরানোর সময় গঙ্গাবর্দী এলাকায় শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় এই দুই বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে তিনি জানান। 

নিহত নজরুল ইসলাম (৩৮) মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

আহতদের উদ্ধার করে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দুইজনকে ঢাকায় পাঠানো হয়। 

আহতদের মধ্যে রয়েছেন মো. আশরাফ (৭০), মো. সাজু আহম্মেদ (২২) ও তপন (৪৫)। বাকিদের নাম জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি শংকর কুমার জানান, রাস্তার পাশে রাখা একটি বিদ্যুতের খুঁটি ক্রেন দিয়ে উঠানোর সময় রাস্তার মাঝ বরাবর আসে। ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা তালুকদার পরিবহনের একটি বাস দ্রুতগতিতে খুঁটির মাথায় আঘাত করে; সঙ্গে সঙ্গে খুঁটিটি বাসের একদিকে ঢুকে আরেক দিকে বের হয়ে যায়।

“ঠিক ওই সময় মেহেরপুর থেকে ঢাকাগামী জে আর পরিবহনের একটি বাস আগের বাসটিতে ধাক্কা দিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা দেয়।”   

ওসি শংকর আরও জানান, বিশাল আকৃতির আরসিসি বৈদ্যুতিক খুঁটি বাসটির সামনে দিয়ে ঢুকে পেছন পর্যন্ত চলে গেলে অন্তত ১৫ যাত্রী আহত হন। অপর বাসটিরও পাঁচ যাত্রী আহত হন। 

আহতদের মধ্যে চার জনের অবস্থা আশংকাজনক বলে তিনি জানান।