শাবি শিক্ষার্থী বুলবুল খুন: সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ছাত্রলীগের মানববন্ধন

জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2022, 12:13 PM
Updated : 26 July 2022, 12:13 PM

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শাবির সম্মিলিত সাংস্কৃতিক জোট।

একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরাও।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের সামনে মানববন্ধন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

মানববন্ধনে জোটের সমন্বয়ক ইফরাতুল হাসান রাহিম বলেন, “বুলবুল হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বুলবুলের পরিবারের ব্যয়ভার বহন করার ব্যাপারে সুষ্পষ্ট বক্তব্য আশা করছি।”

'‘বুলবুল হত্যাকাণ্ড আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য কতটা অনিরাপদ। তাই আমরা অতিদ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করার দাবি জানাচ্ছি।”

এদিকে অজ্ঞাত হামলাকারীর ছুরিকাঘাতে বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরাও।

মঙ্গলবার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় ছাত্রলীগ নেতা খলিলুর রহমান বলেন, “বুলবুল আহমেদের খুনিদের সর্বোচ্চ শাস্তি, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান এবং ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

খুনিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান ছাত্রলীগের নেতারা।

আরও পড়ুন:

ক্যাম্পাসে খুন হওয়া বুলবুলের মরদেহ বাড়ির পথে

শিক্ষার্থী বুলবুল খুনের ঘটনায় শাবির তদন্ত কমিটি

বুলবুলের খুনিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার ‘আল্টিমেটাম’ শাবি শিক্ষার্থীদের

শাবি শিক্ষার্থী খুন: আশ্বাসে সড়ক ছাড়ল সহপাঠীরা, মামলা দায়ের

শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত

Also Read: শাবির বুলবুলের গ্রামের বাড়িতে শোকের মাতম