এই ঘটনায় এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Published : 04 Jul 2023, 03:13 PM
মাদারীপুরের ডাসার উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় ১০টি বাড়িঘরে হামলা-ভাংচুর এবং বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ হয়। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের পাগলার বাড়ি এলাকায় এই সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছেন ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি হাসানুজ্জামান জানান, রোববার বিকালে মস্তফাপুর ইউনিয়নের লোহারডাঙ্গা এলাকায় খাতিয়াল গ্রামের এনামুল সরদারের পক্ষের কুদ্দুস খাঁকে মারধর করে একই গ্রামের নাজেল হাওলাদারের লোকজন। ঘটনা জানতে পেরে এনামুল সরদার লোহারডাঙ্গায় গেলে তাকেও মারধর করা হয়।
এই ঘটনার জের ধরে মঙ্গলবার বেলা ১১টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খাতিয়াল গ্রামের পাগলার বাড়ি এলাকায় সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুরসহ কমপক্ষে এক ডজন হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন গুরুতর আহত হলে তাদেরকে মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
এই ঘটনায় এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি হাসানুজ্জামান।