টাঙ্গাইলে মাদকের মামলায় নারীর যাবজ্জীবন

২০২২ সালের ৬ মার্চ ১০০ গ্রাম হেরোইনসহ লিপিকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2023, 02:46 PM
Updated : 30 May 2023, 02:46 PM

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মাদকের মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার টাঙ্গাইলের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোস্তফা শাহারিয়ার খান আসামির উপস্থিতিতে এ আদেশ দেন বলে আদালতের পরিদর্শক তানভির আহমেদ জানান।

দণ্ডপ্রাপ্ত ৩৭ বছর বয়সী লিপি বেগম উপজেলা সদরের পুষ্টকামুরী সওদাগর পাড়ার তোফাজ্জল হোসেনের স্ত্রী।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এস আকবর খান জানান, গোপন খবর পেয়ে ২০২২ সালের ৬ মার্চ মির্জাপুরে লিপি বেগমের ভাড়া বাসায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

অভিযানে লিপিকে আটক করা হয়। সে সময় তার কাছে পাওয়া একটি ব্যাগ থেকে ১০০ গ্রাম হেরোইন ও দুই লাখ ১০ হাজার টাকা জব্দ করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহসান হাবিব বাদী হয়ে লিপির বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলা করেন।

তদন্ত শেষে ওই অধিদপ্তরের এসআই আব্দুল আল মামুন একই বছরের ১৮ এপ্রিল লিপির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন বলে জানান পিপি।

লিপিকে যাবজ্জীবনের পাশাপাশি ১০ হাজার টাকা জারিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও তিন মাস কারাবাসে থাকতে হবে বলে আইনজীবী আকবর জানান।

গ্রেপ্তারের পর থেকে লিপি জেলহাজতে ছিলেন; রায় ঘোষণার পর তাকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।