চুয়াডাঙ্গায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

রায়ে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2024, 08:22 PM
Updated : 17 March 2024, 08:22 PM

চুয়াডাঙ্গায় মাদক বিক্রির দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাসুদ আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) বেলাল হোসেন জানান।

দণ্ডিত লালন হোসেন (৩৭) সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা গ্রামের বাসিন্দা।

পিপি বলেন, ২০২১ সালের ২১ জুন দুপুরে মাদক বেচা-কেনার খবর পেয়ে ওই গ্রামে লালন হোসেনের বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

সেখানে তার দেহ তল্লাশি করে ৮৪টি অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন জব্দ ও তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, ওই দিন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে সদর থানায় মামলা করেন। ৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেয়।

রায়ে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০১ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]