পাবনায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

২০১৭ সালে জনির বাড়িতে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2024, 01:01 PM
Updated : 3 March 2024, 01:01 PM

পাবনায় সদর উপজেলায় সাত বছর আগে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার পাবনা বিশেষ জজ আদালতের জ্যেষ্ঠ জেলা জজ আহসান তারেক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী দেওয়ান মজনুল হক জানান।

দণ্ডিত জনি শেখ (২৮) সদর উপজেলার গাছপাড়ার বাসিন্দা।

যাবজ্জীবনের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয় রায়ে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর সকালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জনির বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাব ১২ এর সদস্যরা। এ

সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ জনিকে গ্রেপ্তার করা হয়। পরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মামলা করে।

তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রোববার তাকে দোষী সাব্যস্ত করে রায় দিল।

আসামি পক্ষের আইনজীবী আতিকুল ইসলাম সাগর বলেন, “লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হয়েছে, এ রায় যথাযথ হয়নি। আসামির পক্ষে আপিল করা হবে।”

রাষ্ট্রপক্ষের আইনজীবী মজনুল বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি নির্মূল না হলে দেশ ও সমাজে অপরাধ কমানো সম্ভব নয়। মাদক সংশ্লিষ্ট যে কোনো অপরাধের কঠোর শাস্তি হওয়া উচিত।

“তাই আমি মনে করি আসামির সঠিক বিচার হয়েছে। এ ধরনের শাস্তি অব্যাহত থাকলে সমাজে মাদক সংশ্লিষ্ট অপরাধ কমবে।”