সন্ধ্যায় তারা না ফেরায় অভিভাবকরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের পাননি। তাদের খোঁজে এলাকায় মাইকিংও করেন তারা৷
Published : 22 Oct 2023, 05:37 PM
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিখোঁজ দুই শিশুর মরদেহ শীতলক্ষ্যা নদীর পাশের ডোবা থেকে উদ্ধার করেছে নৌ পুলিশ৷
শুক্রবার সকাল ৮টার দিকে বন্দর খেয়াঘাটের পাশে একটি ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের ইনচার্জ পরিদর্শক শহীদুল ইসলাম৷
নিহতরা হলেন- সামির (৯) ও তার বোন তিশা (৮)। তাদের বাবা কামাল হোসেন উপজেলার আমিন আবাসিক এলাকায় পরিবার নিয়ে থাকেন। কামাল হোসেন রিকশা চালান।
পরিবারের লোকজনের বরাতে শহীদুল জানান, বৃহস্পতিবার বিকালে খেলতে বাসা থেকে বের হয় দুই শিশু। সন্ধ্যায় তারা না ফেরায় অভিভাবকরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের পাননি। তাদের খোঁজে এলাকায় মাইকিংও করেন তারা৷
এর মধ্যে শুক্রবার সকালে শীতলক্ষ্যা নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণের জন্য খনন করা ডোবায় দুটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
শহিদুল আরও বলেন, ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে ভাই-বোন ডোবাটিতে পড়ে গিয়েছিল। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশ হস্তান্তর করা হয়েছে।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]