জমি রেজিস্ট্রি দিতে হেলিকপ্টারে মাগুরায় সাকিব আল হাসান

আগে বিক্রি করা একটি জমি রেজিস্ট্রি দেওয়ার জন্য সাকিব মাগুরায় এসেছিলেন বলে তার বাবা মাশরুর রেজা জানান।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2023, 07:00 PM
Updated : 13 March 2023, 07:00 PM

জমি রেজিস্ট্রি দিতে সাকিব আল হাসান দুই ক্রিকেটারকে নিয়ে কয়েক ঘণ্টার জন্য মাগুরা ঘুরে গেছেন।

সোমবার দুপুরে তিনি হেলিকপ্টারে মাগুরা আসেন বলে তার বাবা মাশরুর রেজা কুটিল জানান।

মাশরুর রেজা সাংবাদিকদের বলেন, তার এবং সাকিবের যৌথ নামে মাগুরা শহরের ভায়না এলাকায় একটি জমি ছিল; যেটি আগেই বিক্রি করেছিলেন।

“সেই জমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য সাকিব সোমবার দুপুরে অল্প সময়ের মাগুরায় এসেছিল। তার সাথে বেড়াতে এসেছিল ক্রিকেটার তাসকিন ও সোহান।”

তিনি জানান, দুপুর ১টায় হেলিকপ্টারযোগে মাগুরায় এসে রেজিস্ট্রি অফিসের কাজ সেরে সাকিব কিছু সময় বাড়িতে অবস্থান করেন। দুপুরের খাবার খেয়ে আবার ৩টার দিকে ঢাকায় ফিরে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে তিনি হেলিকপ্টারযোগে মাগুরা পুলিশ লাইনস মাঠে নামেন। এরপর গাড়িতে করে শহরের সৈয়দ আতর আলী রোডের সাব রেজিস্ট্রি অফিসে যান। সেখানে আধাঘণ্টা কাজ শেষে আসেন তার জন্মস্থান মাগুরা শহরের কেশব মোড়ের পৈত্রিক বাড়িতে।

সেখানে পরিবারের সঙ্গে কিছু সময় অবস্থানের পর বেলা ৩টার দিকে আবার হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে যান।

তিবে মাগুরা অবস্থানকালে সাকিব সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি।