বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের মধ্যে দিনাজপুরে দাঁড় করিয়ে রাখা একটি পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের ইঞ্জিনসহ সামনের কেবিন পুড়ে গেছে।
সোমবার ভোরে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে এ ঘটনা ঘটে বলে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন জানান।
ট্রাক মালিক গুলজার হোসেন বলেন, “রোববার রাতে ভুট্টা বোঝাই ট্রাকটি দিনাজপুর-ঢাকা মহাসড়কে মেডিকেল কলেজের সামনের রাস্তায় রেখে পাশে একটি গ্যারেজে ঘুমাতে যান চালক।
“এরপর ভোরে দিকে দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ও দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।”
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ট্রাকের ইঞ্জিন ও সামনে অংশ সম্পূর্ণ পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।
অগ্নিসংযোগে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান তিনি।